প্রতিষ্ঠা সাল : ১৯৯৪ ইংরেজি

ভূমিদাতা : গ্রুপ ক্যাপ্টেন সবরুদ্দিন আহমেদ (অবঃ)
নামকরণ : শমশেরনগরের মেধাবী সন্তান প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের ৪র্থ বর্ষের ছাত্র গ্রুপ ক্যাপ্টেন সবরুদ্দিন আহমেদ (অবঃ)-এ পুত্র সুজা তানভীর আহমেদ দুরারোগ্য ব্যাধি ক্যান্সারে আক্রান্ত হয়ে মৃত্যু বরণ করার পর শমশেরনগর এলাকার জন সাধারণ সুজার স্মৃতি রক্ষার্থে সর্ব-সম্মতভাবে কলেজটির নাম সুজা মেমোরিয়াল কলেজ হিসাবে নির্ধারণ করেন। ১৯৯৪ ইং সালে প্রতিষ্ঠার পর মাত্র ৮০ জন ছাত্র-ছাত্রী নিয়ে কলেজটি যাত্রা শুরু করে। বর্তমানে মানবিক, ব্যবসায় শিক্ষা ও বিজ্ঞান বিভাগে মোট শিক্ষার্থীর সংখ্যা ১৫০০ এর অধিক। ১৯৯৮ ইং সালে কলেজটি বর্তমান চীফ হুইপ আলহাজ্ব উপাধ্যক্ষ এম. এ শহীদ সাহেবের প্রচেষ্টা এমপিও ভুক্ত হয়। প্রতিষ্ঠাকালীন সময় থেকে কলেজটি রাজনীতি ও ধূমপানমুক্ত পরিবেশে চলছে। এর পাশাপাশি বর্তমানে শিক্ষার্থীদের মোবাইল মুক্ত পরিবেশে কলেজটিতে পাঠদান করা হচ্ছে। কলেজটিতে কর্মরত শিক্ষকেরা নিষ্ঠা ও সততার সাথে দায়িত্ব পালন করছেন। নিয়মিত টিউটেরিয়েল পরীক্ষা, সাময়িক পরীক্ষা, মডেল টেষ্ট, ইনকোর্স পরীক্ষা পদ্ধতি প্রতি বছর উচ্চ মাধ্যমিক পরীক্ষায় সাফল্য এনে দিচ্ছে। এছাড়াও কলেজের আভ্যন্তরীণ পরীক্ষার ফলাফল মনিটরের মাধ্যমে শিক্ষার্থীর পড়াশুনার মান উন্নয়নের জন্য প্রয়োজনে শিক্ষার্থী ও অভিভাবকের সাথে মত বিনিময় তথা কাউন্সিলিং এই কলেজের পাঠদানের অন্যতম বৈশিষ্ট্য। দূর্বল শিক্ষার্থীদের ক্ষেত্রে আলাদাভাবে শিক্ষকদের তত্ত্বাবধায়নে বিশেষ পরামর্শ ও সহযোগিতা প্রদান করা হয়ে থাকে। এই সব কর্যকর ভূমিকা চালু ও চর্চা করার জন্যই প্রষ্ঠিাকালীন সময় থেকে সিলেট বোর্ডে অত্র কলেজটি একটি মর্যাদার স্থান অধিকার করেছে। ভৌগলিকগত ও যাতায়াতের সুবিধাজনক অবস্থানের কারণে কমলগঞ্জ উপজেলার সব ইউনিয়ন ছাড়াও কুলাউড়া উপজেলার টিলাগাঁও, শরীফপুর, হাজীপুর ইউনিয়ন এবং রাজনগর উপজেলার কামারচাক ও তারাপাশা ইউনিয়ন এবং শ্রীমঙ্গলসহ দূর-দুরান্ত থেকে শিক্ষার্থীরা শিক্ষা গ্রহন করতে এ কলেজটিতে ভীড় করে। তাই শুধু কমলগঞ্জ নয় মৌলভীবাজার জেলার শিক্ষা বিস্তারে এ কলেজ এক অগ্রণী ভূমিকা পালন করে চলেছে। মফস্বলের কলেজ হলেও সুজা মেমোরিয়াল কলেজের পরিচিতি সিলেট বিভাগ তথা দেশ জুড়ে রয়েছে। শুধু লেখাপাড়া নয়, পাঠ্যপুস্তক বর্হিঃভূত কার্য্যক্রম যথা- খেলাধূলা, সংগীত, আবৃত্তি, অভিনয়সহ বিভিন্ন ক্ষেত্রেও এ কলেজের ছাত্র-ছাত্রীরা সর্বত্র কৃর্তিত্বের স্বাক্ষর রাখছে। বিগত ২০০৬ ইং সালে এবং ২০১১ইং সালের উচ্চ মাধ্যমিক পরীক্ষার ফলাফলে সিলেট বোর্ডে কলেজটি যথাক্রমে সপ্তম ও ত্রয়োদশ স্থান অধিকার করেছে। সে ধারাবাহিকতায় ২০১২ সালে ৯৪% পাশের হার অর্জনের মাধ্যমে সিলেট বোর্ডে সুজা কলেজ ১৬তম স্থান অধিকার করে। এছাড়া অন্যান্য বছরগুলোতেও উচ্চ মাধ্যমিক পরীক্ষায় উল্লেখযোগ্য ফলাফল অর্জন করেছে।
১. কলেজ নাম : সুজা মেমোরিয়াল কলেজ
EIIN : 129616
২. প্রতিষ্ঠা সন : ১৯৯৪ খ্রিস্টাব্দ
৩. কলেজ কোড : ২৩০১
৪. মোট ভূমির পরিমাণ : ৩.৫৫ একর
৫. ভূমি দাতা : গ্রুপ ক্যাপ্টেন সবরুদ্দিন আহমদ (অবঃ)
৬. কলেজ অবস্থান : 1. GPS Reading N: 24 22 34.8 E: 91 53 48.1
৭. বর্তমান ছাত্র-ছাত্রী : (২০২০-২০২২ শিক্ষা বর্ষ)
৮. বিভাগ সমূহ :
ক. মানবিক
খ. বিজ্ঞান
গ. ব্যবসায় শিক্ষা
৯. পঠিত বিষয় সমূহ :
মানবিক : বাংলা, ইংরেজি, অর্থনীতি, পৌরনীতি, ইতিহাস, সমাজ বিজ্ঞান, যুক্তি বিদ্যা, মনোবিজ্ঞান, কৃষি শিক্ষা,
বিজ্ঞান : পদার্থ, রসায়ন, জীব বিজ্ঞান, গণিত,
ব্যবসায় শিক্ষা : হিসাব বিজ্ঞান, ব্যবসায় নীতি ও প্রয়োগ, পরিসংখ্যান, কম্পিউটার শিক্ষা।
১০. মোট শিক্ষক : অধ্যক্ষ ১জন; শিক্ষক- ২১ জন।
১১. কর্মচারী : তৃতীয় শ্রেণি- ২ জন; ৪র্থ শ্রেণি- ৩ জন।
১২. ই-মেইল : sujacollege@yahoo.com
১৩. ওয়েবসাইট : www.sujacollege.edu.bd
১৪. ঠিকানা : সুজা মেমোরিয়াল কলেজ
পো: শমশেরনগর (৩২২৩)
উপজেলা : কমলগঞ্জ
জেলা: মৌলভীবাজার।